পলাশীর যুদ্ধে সিরাজুদ্দৌলা হেরেছিলেন না হারানো হয়েছিল?
১৭৫৭ সালের ২৩ জুন পলাশী যুদ্ধ নামে প্রকৃতপক্ষে কোনো যুদ্ধ ছিল না,ছিল ষড়যন্ত্রমূলক একটি যুদ্ধের অভিনয় মাত্র। একটি পাতানো যুদ্ধের ছলনা,একটি প্রহসন। বিশ্বাসঘাতকদের খেলার পুতুলে পরিণত হন সিরাজউদ্দৌলা।বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় এবং ইংরেজরা কর্তৃত্ব গ্রহণ করে।
৪ জুনের নীল নকশার মূল নাটক ঘটে ২৩ জুন ,ষড়যন্ত্রের কাছে হেরে যেতে হয় সিরাজউদ্দৌলাকে। এ নিয়ে প্রখ্যাত ঐতিহাসিক R.c majumder বলেন, The Battle of plassey was hardly more than a mere skirmish,but its result was more important than that of many of the greatest battles of the world.(An advanced history of india)

No comments
Thanks