পৃথিবীর ১০ টি অবিশ্বাস্য এবং রহস্যময় জায়গা, যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি!
পৃথিবীর ১০ টি অবিশ্বাস্য এবং রহস্যময় জায়গা, যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি!
সৌরজগতে গ্রহগুলোর মধ্যে অন্যতম রহস্যময় গ্রহ আমাদের পৃথিবী, যার অনেক রহস্য এখনো উৎঘাটন করা সম্ভব হয়ে উঠেনি। আজকের আয়োজনে থাকলো পৃথিবীর অবিশ্বাস্য এবং রহস্যময় কিছু জায়গা যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি বললেই চলে! চলুন জেনে নেওয়া যাক-
১. দ্য ফরেস্ট লেক, রাশিয়া(The forest lake, Russia)
এই রহস্যময় লেকের সঠিক লোকেশন এখনো অজানা। অনেকের ধারণা, এটি রাশিয়ার টিউমেন অঞ্চলে অবস্থিত। গভীর এই জঙ্গলে লেকটি কিভাবে আসলো সবার কাছে এটিই এক বড় প্রশ্ন!
এই রহস্যময় লেকের সঠিক লোকেশন এখনো অজানা। অনেকের ধারণা, এটি রাশিয়ার টিউমেন অঞ্চলে অবস্থিত। গভীর এই জঙ্গলে লেকটি কিভাবে আসলো সবার কাছে এটিই এক বড় প্রশ্ন!
২. টেপুই, ভেনিজুয়েলা(Tepui, Venezuela)
স্থানীয় আদিবাসীদের মতে, 'টেপুই' শব্দের অর্থ 'দেবতার ঘর। রহস্যময় বিশাল প্রাকৃতিক অনেকগুলো কাঠামো দেখা যায় ভেনিজুয়েলার টেপুই অঞ্চলে।
স্থানীয় আদিবাসীদের মতে, 'টেপুই' শব্দের অর্থ 'দেবতার ঘর। রহস্যময় বিশাল প্রাকৃতিক অনেকগুলো কাঠামো দেখা যায় ভেনিজুয়েলার টেপুই অঞ্চলে।
৩. হনকহাউ ঝর্ণা, মাওই(Honokohau Falls, Maui)
সবুজ-শ্যামল প্রকৃতির এক অনন্য উদাহরণ এই ঝর্ণা। শুধু একবার চিন্তা করুন এমন একটি জায়গায় ভ্রমণে যেতে পারলে কেমন লাগবে আপনার? তবে এই দুর্গম ঝর্ণায় হাতে গোনা কয়েকজন মানুষের যাওয়ার সৌভাগ্য হয়ছে।
সবুজ-শ্যামল প্রকৃতির এক অনন্য উদাহরণ এই ঝর্ণা। শুধু একবার চিন্তা করুন এমন একটি জায়গায় ভ্রমণে যেতে পারলে কেমন লাগবে আপনার? তবে এই দুর্গম ঝর্ণায় হাতে গোনা কয়েকজন মানুষের যাওয়ার সৌভাগ্য হয়ছে।
৪. দ্য আমাজন রেইনফরেস্ট(The Amazon rainforest)
ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানাসহ লাতিন আমেরিকার নয় দেশ জুড়ে বিস্তৃত এই নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত স্থানটি। স্থানটির বিশালতার কারণে এর অনেক রহস্য এখনো মানুষের অজানা।
ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানাসহ লাতিন আমেরিকার নয় দেশ জুড়ে বিস্তৃত এই নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত স্থানটি। স্থানটির বিশালতার কারণে এর অনেক রহস্য এখনো মানুষের অজানা।
৫. গাঙ্খার পূর্নসুম, ভুটান(Gangkhar Puensum, Bhutan)
গাঙ্খার পূর্নসুম পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা, যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি। ভুটান ও চীনের সীমান্তের মাঝামাঝি অবস্থিত এই পাহাড়ের উচ্চতা ৭৫৭০ মিটার।
গাঙ্খার পূর্নসুম পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা, যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি। ভুটান ও চীনের সীমান্তের মাঝামাঝি অবস্থিত এই পাহাড়ের উচ্চতা ৭৫৭০ মিটার।
৬. টেসিংয়ে ডি বেমারাহ, মাদাগাস্কারের 'শিলা বন'(Tsingy de Bemaraha, the ’stone forest’ of Madagascar)
ধারণা করা হয়, পাথুরে আকৃতির এই গিরিপথসমূহ লক্ষ লক্ষ বছর ধরে গঠিত, মাটির নীচে কোন গুহায় মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে চুনাপাথর, খড়ির মিশ্রনে এই আঁকাবাঁকা ও রহস্যময় গিরিপথের সৃষ্টি করেছে।
ধারণা করা হয়, পাথুরে আকৃতির এই গিরিপথসমূহ লক্ষ লক্ষ বছর ধরে গঠিত, মাটির নীচে কোন গুহায় মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে চুনাপাথর, খড়ির মিশ্রনে এই আঁকাবাঁকা ও রহস্যময় গিরিপথের সৃষ্টি করেছে।
৭. কেরগুইলেন দ্বীপ(Kerguelen Islands)
ভারত মহাসাগরের দক্ষিণ অংশে অবস্থিত এই দ্বীপ ফ্রান্সের অংশ হলেও, তা ফ্রান্স থেকে বেশ দূরে অবস্থিত। লুকায়িত এই দ্বীপে হেলিকপ্টারে যাওয়া যায় না, হাতেগোনা কিছু মানুষ নৌকাযোগে এই দ্বীপে ভ্রমণ করেছেন। তবে, বেশ কষ্টসাধ্য ও ঝুকিপূর্ণ হওয়ায় এই দ্বীপের রহস্য এখনো মানুষের পক্ষে
৮.রক দ্বীপ, পালাউ(Rock Islands, Palau)
এতোটাই দূরবর্তী অঞ্চলে অবস্থিত যে, আধুনিক সময়ে এসেও এই দ্বীপ সম্পর্কে খুব একটা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হয়, একসময় এই অঞ্চলে ক্ষুদ্র আকৃতির মানুষের বসবাস ছিল।
৮.রক দ্বীপ, পালাউ(Rock Islands, Palau)
এতোটাই দূরবর্তী অঞ্চলে অবস্থিত যে, আধুনিক সময়ে এসেও এই দ্বীপ সম্পর্কে খুব একটা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হয়, একসময় এই অঞ্চলে ক্ষুদ্র আকৃতির মানুষের বসবাস ছিল।
৯. দাল্লোল, ইথিওপিয়া(Dallol, Ethiopia)
এই স্থানে মানুষের ছোঁয়া বা প্রযুক্তির ছোঁয়া লাগেনি বললে ভুল হবে। ইথিওপিয়া বর্তমানে এই স্থানটি লবণের খনি হিসেবে ব্যবহার করছে। তবে, পাশের আগ্নেয়গিরি অঞ্চল এখনো বসবাসের উপযোগী নয়, কিংবা কোন মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব হয়নি। এই আগ্নেয়গিরি দেখতে অনেকটা বৃহস্পতি গ্রহের ভয়ংকর আগ্নেয়গিরির মতো!
এই স্থানে মানুষের ছোঁয়া বা প্রযুক্তির ছোঁয়া লাগেনি বললে ভুল হবে। ইথিওপিয়া বর্তমানে এই স্থানটি লবণের খনি হিসেবে ব্যবহার করছে। তবে, পাশের আগ্নেয়গিরি অঞ্চল এখনো বসবাসের উপযোগী নয়, কিংবা কোন মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব হয়নি। এই আগ্নেয়গিরি দেখতে অনেকটা বৃহস্পতি গ্রহের ভয়ংকর আগ্নেয়গিরির মতো!
১০. পল্ময়রা প্রবাল(Palmyra Atoll)
পৃথিবীর ১০ টি অবিশ্বাস্য এবং রহস্যময় জায়গা, যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি!
আদিম প্রবালপ্রাচীরটি বেশ রহস্যময়। যার অতুলনীয় রূপ যে কারো নজর কাড়তে বাধ্য। এটি হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণে ও প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত।
পৃথিবীর ১০ টি অবিশ্বাস্য এবং রহস্যময় জায়গা, যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি!
আদিম প্রবালপ্রাচীরটি বেশ রহস্যময়। যার অতুলনীয় রূপ যে কারো নজর কাড়তে বাধ্য। এটি হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণে ও প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত।
কেমন লাগলো আজকের আয়োজন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য
ধন্যবাদ...
ধন্যবাদ...

No comments
Thanks